
এইসব মুহুর্ত
৭ই ফাল্গুন ১৪২৩ বঙ্গাব্দ
১৯শে ফেব্রুয়ারি ২০১৭
৭ই ফাল্গুন ১৪২৩ বঙ্গাব্দ ॥ ১৯শে ফেব্রুয়ারি ২০১৭
৫৬ শব্দ · ⏱ পড়তে আনুমানিক ১ মিনিট লাগবে
বাতাস এসে বুকের ঠিক মাঝখানটাতে
থমকে দাঁড়ায়,
মর্মাহত এক রোদ্দুর এসে জানান দেয়
যাবার বেলা হল।
নদীর ওপারে একলা মেঘ ডেকে যায়
ঠিক তার পাশে,
মরণের কাছে।
মাঝরাতের স্টিমার তন্ত্রাকে তার অসুর সুরের
মালায় গেঁথে বাজায় এক মোহাচ্ছন্ন সংগীত,
ভাসিয়ে নিয়ে যায় দূরে-
অনেক দূরে
নামহীন ভাবনার দেশে।
প্রথম প্রকাশঃ ১৯ শে মার্চ, ২০১০ দুপুর ১:১৭
