
কবিতা তোমার জন্য
১৯শে আশ্বিন ১৪২৩ বঙ্গাব্দ
৪ঠা অক্টোবর ২০১৬
১৯শে আশ্বিন ১৪২৩ বঙ্গাব্দ ॥ ৪ঠা অক্টোবর ২০১৬
৯৭ শব্দ · ⏱ পড়তে আনুমানিক ১ মিনিট লাগবে
n
n
nকবিতা,
nতোমার জন্য করেছি কত প্রতীক্ষা,
nসেই নব ঘন বর্ষায়,
nসেই অতৃপ্ত চাহনীর পরে
nসেই ধুলী ওড়া বাউল বাতাসের তোড়ে
nপীচ ঢালা কালো রাস্তায় হারিয়ে।
nতবু তুমি ধরা দাওনি আমায়
nঅথচ আজ কার আহবানে এসেছ!
nসে কী এই ভাংগা মন বলে,
nসে কী না পাওয়ার বেদনা বলে,
nসে কী ব্যার্থতার গ্লানী বলে!
nজানি,আসে চাঁদ ভাংগা ঘরেই
nআলেয়ার দেবী হয়ে,
nতুমি ও এলে শেষে
nসব হারার সব হয়ে
nযেমন আসো।
n
nপ্রথম প্রকাশকালঃ ১০ ই জুন, ২০১০ দুপুর ২:৫৫
nnকবিতা,
nতোমার জন্য করেছি কত প্রতীক্ষা,
nসেই নব ঘন বর্ষায়,
nসেই অতৃপ্ত চাহনীর পরে
nসেই ধুলী ওড়া বাউল বাতাসের তোড়ে
nপীচ ঢালা কালো রাস্তায় হারিয়ে।
nতবু তুমি ধরা দাওনি আমায়
nঅথচ আজ কার আহবানে এসেছ!
nসে কী এই ভাংগা মন বলে,
nসে কী না পাওয়ার বেদনা বলে,
nসে কী ব্যার্থতার গ্লানী বলে!
nজানি,আসে চাঁদ ভাংগা ঘরেই
nআলেয়ার দেবী হয়ে,
nতুমি ও এলে শেষে
nসব হারার সব হয়ে
nযেমন আসো।
n
nপ্রথম প্রকাশকালঃ ১০ ই জুন, ২০১০ দুপুর ২:৫৫