পলায়নপর

পলায়নপর

৭ই ফাল্গুন ১৪২৩ বঙ্গাব্দ

১৯শে ফেব্রুয়ারি ২০১৭

৭ই ফাল্গুন ১৪২৩ বঙ্গাব্দ ॥ ১৯শে ফেব্রুয়ারি ২০১৭

১৪২ শব্দ · ⏱ পড়তে আনুমানিক মিনিট লাগবে

পালানো বিদ্যা চুড়ির চেয়েও বড়
কখনো কখনো পালানোই জীবন,
পালিয়ে থেকে বুঝেছি
পালানো কত সুন্দর
না পালালে চোখের জলের অপমান
সহ্য করা কঠিন হত,
আমার হেরে যাওয়া ভালবাসা 
পায়ের কাছে পড়ে থাকতো তোমার,
তার চেয়ে সেটা কুড়িয়ে নিয়ে 
বুকে জড়িয়ে রাখলাম
পালিয়ে থাকলাম
যদি আর কেউয়ের মত অচেনা তুমিও 
ছুঁড়ে দাও ঘৃণার গুলি
ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া থেকে
তাই পালিয়েই গেলাম।
 
চোখের জলের বিন্দুগুলো 
পড়ন্ত রোদের মত 
বৃস্টির বিন্দুর মত 
তবু মিশে যাক কোন দিগন্তে,
তবু অচেনা তোমার ভ্রুকুটি
আর বাকানো ঠোটের হাসির অস্ত্রের আড়ালে 
ওরা ভাল থাক।
 
পালিয়েই ওদের বাচিয়ে দিলাম,
নতুন করে জীবন দিলাম,
আমার জীবনে দুঃখ হয়ে 
বুকের খাঁচার ব্যাথা হয়ে 
বেঁচে থাক ওরা
পালিয়ে গিয়ে সুখে থাক ওরা।
 
তুমিও পালিয়ে গিয়ে থেকো ভাল
ভুলে যাওয়া অশ্রু নিয়ে, 
অবহেলার অহংকার নিয়ে
এই পলায়ণপ্রিয় মানুষটির কাছ
থেকে পালিয়ে গিয়ে 
থেকো ভাল ।
 
প্রথম প্রকাশঃ ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৮