
সব চুপ
৯ই ফাল্গুন ১৪২৩ বঙ্গাব্দ
২১শে ফেব্রুয়ারি ২০১৭
৯ই ফাল্গুন ১৪২৩ বঙ্গাব্দ ॥ ২১শে ফেব্রুয়ারি ২০১৭
৫৫ শব্দ · ⏱ পড়তে আনুমানিক ১ মিনিট লাগবে
সব চুপ
মন জানালায় ডুব
রোদ ঘুম
আকাশের ব্যাথা আছে খুব
তাই সব চুপ।
সব চুপ
মেঘেদের পায়ের নুপুর
বেজে যায় ঝুম
পৃথিবীতে প্রেম আছে খুব
তাই সব চুপ।
সব চুপ
শুধু গান ঝুপ ঝুপ
বাতাসে অশ্রুর চুম
আভাসে সৃস্টির রূপ
দেখে সব চুপ
খুব খুব চুপ।
প্রথম প্রকাশঃ ০৭ ই জুলাই, ২০১১ বিকাল ৫:২১
