উদ্দেশ্য,তুমি

উদ্দেশ্য,তুমি

৯ই ফাল্গুন ১৪২৩ বঙ্গাব্দ

২১শে ফেব্রুয়ারি ২০১৭

৯ই ফাল্গুন ১৪২৩ বঙ্গাব্দ ॥ ২১শে ফেব্রুয়ারি ২০১৭

১৫২ শব্দ · ⏱ পড়তে আনুমানিক মিনিট লাগবে

তুমি এলে অবশেষে
কত ঘুম জড়ানো সময় গেছে
তোমায় ভেবে,
ভোরের পাখি চোখ মুছে
যখন দু পা ছড়িয়ে নেবে
তখন,
এলে অবশেষে।

সারা দিন তোমার টুপটাপ ছন্দ
মোহিত আমি, গৃহী গুটিসুটি
পাতায় পাতায় কী যে আনন্দ
রবির কিরণ হেসে লুটোপুটি।

আর যখন থামলে তুমি,
কোলাহলরত নগরী হল শান্ত
পাখির নীড়ের মত প্রেমময়,
সদ্যস্নাত কিশোরীর লাবন্যে স্নিগ্ধ।
তার পিচ ঢালা রাস্তার বুকে
এক প্রেমিক হেটে গিয়ে পেল নী্‌ড়,
যেন কোন গৃহহারা প্রেমিকের মুখ
খুঁজে পেল তার প্রেয়সীর বুক।

ফুটপাথ দিয়ে হেটে হেটে
দাড়ালাম কৃষ্নচূড়ার নিচে
সেও বুঝি তোমার স্নেহধণ্যা
একফোটা অঞ্জলী দিতে ভুল করলনা।

হিম বাতাসের রেনু ও এসে বলল কানে কানে
কেমন ছন্দ তুলে নেচেছিলে রিমঝিমঝিম গানে।
কে যেন এক সবুজ তুলির ছোঁয়া দিল
সব সবুজের বনে,
সব অবুঝের মনে,
সে কী তুমি?
হ্যাঁ,সে তো তুমিই!

বৃস্টি,তুমি বন্ধু, চির বন্ধন সব মানব মানবীর
এই পৃথিবীর,এই সবুজের,এই মাটির,
তোমার জন্য রইল আমার সব হৃদয় আবির।

প্রথম প্রকাশঃ ২৮ শে মে, ২০১১ রাত ৯:১১